মার্কিন হানায় খতম আল কায়দার শীর্ষনেতা

author-image
Harmeet
New Update
মার্কিন হানায় খতম আল কায়দার শীর্ষনেতা

নিজস্ব সংবাদদাতাঃ  সিরিয়ায় আল কায়দার এক বড়সড় নেতাকে খতম করল মার্কিন ড্রোন। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র জন রিগসবি জানালেন, মার্কিন ড্রোনের আক্রমণে আল কায়দার শীর্ষ নেতা আবদুল হামিদ আল-মাতা নিহত হয়েছে। হামিদ নিকেশ হওয়ায় আল কায়দার প্রতিপত্তি অনেকটাই ধাক্কা খাবে বলে জানিয়েছেন রিগসবি।মনে করা হচ্ছে দিন দুয়েক আগে সিরিয়ার এক সেনা ঘাঁটিতে আল কায়দার হামলার জবাবে আমেরিকার এই ড্রোন হানা। ওই সেনাঘাঁটিতে মোতায়েন রয়েছে আন্তর্জাতিক সেনাবাহিনী যারা সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আল কায়দার হামলার জবাবেই মার্কিন সেনার একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন মিসাইল হানায় আবদুল হামিদকে খতম করেছে। উল্লেখ্য, সেপ্টেম্বরেও একই কায়দায় সিরিয়ায় সালিম আবু আহমেদ নামক এক আল কায়দা নেতাকে নিকেশ করেছিল আমেরিকা।

শুক্রবার নিহত আবদুল হামিদ আল-মাতার দৌড় কেবল সিরিয়া কিংবা মধ্যপ্রাচ্যে ছিল না। পূর্ব এশিয়া এবং পশ্চিমি দেশগুলোতেও নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম মূল মাথা ছিল সে। ওদিকে আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবমিলিয়ে আর বসে থাকতে পারছে না আমেরিকা।