গোসাবায় অমিত শাহ'র প্রতিশ্রুতি ভাওতাঃ অভিষেক

author-image
Harmeet
New Update
গোসাবায় অমিত শাহ'র প্রতিশ্রুতি ভাওতাঃ অভিষেক

নিজস্ব সংবাদদাতাঃ  ৩০ অক্টোবর, রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আজ থেকে প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। অভিষেক জানালেন,

  • ‘নির্বাচন কমিশনের নীতি মেনে করা হচ্ছে জনসভা’​‘করোনা বিধিনিষেধ মেনে জনসভা করা হচ্ছে’
  • ‘তৃণমূলে প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রয়াত হয়েছেন, সেই কারণেই উপনির্বাচন’
  • ‘বিভিন্ন ভাগে ভোট করিয়ে মানুষকে করোনার মধ্যে অসুবিধায় ফেলা হয়েছে’
  • ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২ লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেবেন’
  • ‘বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না’
  • ‘বহিরাগতদের বাংলা ছাড়া করেছে জনগণ’
  • ‘গোসাবায় ভূমিপুত্রকে জেতাতে হবে’
  • ‘এই নির্বাচনে ৪-০ করতে হবে’
  • ‘ডায়মন্ডহারবার আমাকে জিতিয়েছে, এই জেলার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক’
  • ‘৪টি আসনে উপ নির্বাচনে যেন গোসাবা সর্বোচ্চ ব্যবধান দেয়’
  • ‘বিধানসভা আসনের প্রত্যেকটি অঞ্চল থেকে যেন তৃণমূল প্রার্থীরা জেতেন’
  • ‘বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, মমতার লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়েছেন’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর প্রসারে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়’
  • ‘এটা বাংলা, গুজরাত নয়, আমরা আত্মসমর্পণ করব না’
  • ‘ফল ঘোষণা ৬ মাস হয়ে গিয়েছে, কোনও বিজেপি নেতা পাশে দাঁড়িয়েছেন?’
  • ‘আপনার বিপদে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবেন, বিজেপির বহিরাগতরা থাকবেন না’
  • ‘ বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, কেন সেখানে নেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুন্ডেন্ট ক্রেডিট কার্ড?’
    গোসাবা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। তাঁর মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আজ উত্তর ২৪ পরগনার খড়দাতেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার আগে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার মৃত্যু হওয়ায় এই বিধানসভা আসনেও উপনির্বাচন হচ্ছে।