ব্যাঙ্কে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
ব্যাঙ্কে চাকরির সুযোগ



নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশানাল, ইউকো ব্যাঙ্ক-এ কর্মী নিয়োগ করা হবে।

পদের নামঃ- প্রবেশনারি অফিসার

শূন্যপদঃ- মোট ৪১৩৫ টি।(এস সি-৬৭৯, এস টি-৩৫০ ওবিসি-১১০২ জেনারেল-১৬০০ ই ডব্লু এস-৪০৪)

বয়সঃ- ১/১০/২০২১ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ২০-৩০ এর মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতক পাশ।

আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। www.ibps.in সাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ১০ই নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।