শ্যামা পুজার একগুচ্ছ নিয়মাবলি প্রকাশ করল বাংলাদেশ পুজা পরিষদ

author-image
Harmeet
New Update
শ্যামা পুজার একগুচ্ছ নিয়মাবলি প্রকাশ করল বাংলাদেশ পুজা পরিষদ

​নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপূজার অরাজক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শ্যামা পূজার নিয়মাবলি প্রকাশ করল 'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ'। শারদীয়ার সাম্প্রদায়িক তান্ডব ও নারকীয় ঘটনার পর এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। যে যে নিয়মাবলি তৈরি করা হয়েছে সেগুলি হলঃ-
১) সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী পূজা প্রতিমা বা ঘটে হবে।

২) কোনো রকম উৎসব করা যাবে না।

৩) সন্ধে ৬ টা থেকে ১৫ মিনিট সব জায়গায় প্রতিমার মুখ কালো কাপড়ে ঢেকে নীরবতা পালন করতে হবে।

৪) মন্দির বা মন্ডপের সামনে কালো কাপড়ে 'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও' কথা লিখে ব্যানার টানাতে হবে।

এদিন বাংলাদেশ উদযাপন পরিষদের তরফে সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন