বরানগর কালী মন্দিরের বিখ্যাত পুজো

author-image
Harmeet
New Update
বরানগর কালী মন্দিরের বিখ্যাত পুজো

​নিজস্ব সংবাদদাতাঃ সামনেই কালী পুজো। সাজোসাজো রব বরানগর বাজার সংলগ্ন কালী মন্দিরে। পরিসরে ছোট হলেও এখানে সদা জাগ্রত মা কালী। শোনা যায়,  রামকৃষ্ণ দেবও একদিন এসে পুজো করেন মা এর। প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকলেও কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। বলি দেওয়া হয় চাল কুমড়োর। আর পুজো দেখতে ও পুজো দিতে ভিড় করেন শতাধিক ভক্ত। যদিও করোনা কালে কিছুটা বিধিনিষেধের মধ্যেই রয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সিঁথির মোড় থেকে অটোতে বরানগর বাজার মোড়। আর সেখানেই অবস্থিত এই মন্দির।