রান্নায় সর্ষের তেল ব্যবহার করলে ভালো থাকে হার্ট, জানেন না, তাহলে পড়ুন প্রতিবেদন

author-image
Harmeet
New Update
রান্নায় সর্ষের তেল ব্যবহার করলে ভালো থাকে হার্ট, জানেন না, তাহলে পড়ুন প্রতিবেদন

​নিজস্ব সংবাদদাতাঃ যাঁরা মনে করেন হার্টের রোগীকে নন-রিফাইন্ড সর্ষের তেল (mustard oil) দেওয়া যায় কিনা, তাঁদের জন্য উত্তর হ্যাঁ। অবশ্যই দিতে পারেন। হার্ট ভাল থাকে, তার সঙ্গে কোনওরকম ক্ষতিও হয় না। তবে আপনি চাইলে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।