নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরে ইংল্যান্ডে (England) হওয়া ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজের (Test) শেষ ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল করোনার কারণে। কোহলি-রুটদের পঞ্চম টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে (Manchester Test)। আজ, শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, আগামী বছরের জুলাই মাসে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি হবে। তবে ওই ম্যাচের ভেনু থাকছে না ম্যাঞ্চেস্টার। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচটি হবে এজবাস্টনে (Edgbaston)।ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুটদের বোর্ড। ইসিবি টুইটারে এক বিবৃতিতে বলেছে, “ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট ম্যাচটি এ বার অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুলাইয়ে।”