ফসউইকির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক

author-image
Harmeet
New Update
ফসউইকির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক

রাহুল পাসোয়ান, আসানসোলঃ  শুক্রবার আসানসোলের একটি বেসরকারি হোটেলে ফসউইকির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করা হয়। এদিনের বৈঠকে ফসউইকি পক্ষ থেকে সচিন রায় অভিযোগ তুলে বলেন , যে ভাবে আসানসোলের ফুটপাত দখল হয়ে আছে তাতে বড় দোকানদাররা দ্বিতীয় সারিতে চলে যাচ্ছে। প্রথম সারিতে ফুটের দোকান গুলো সামনে চলে আসছে। উল্লেখ্য, আসানসোলসহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজার এলাকায় একাধিক ফুটপাত দখলের অভিযোগও করেন ব্যবসায়ী শচীন রায় ।এদিন তিনি বলেন, বাম আমলে ফুটপাত সরানোর জন্য একবার উদ্যোগ নিয়ে বেশ কিছু দোকান করা হয়েছিল। এছাড়া, আসানসোলের উন্নয়নের জন্য বানপুর এয়ারস্টিপ অবিলম্বে চালু করার দাবি জানান তিনি।অপরদিকে ফসউইকি বনিক সংগঠনের অপর এক কর্তা আর পি খৈতান বলেন, আমাদের থেকে পুরসভা 2 টাকা স্কোয়ার ফুট হিসেবে কর্মারসিয়াল ট্যাক্স নিয়ে থাকে।অথচ দোকানের সামনে যে ভাবে ফুটপাতে বসে যাচ্ছে তাতে আমরা দ্বিতীয় সারিতে চলে আসছি।এটা হতে থাকলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা বলেন তিনি ।