খুশকি দূর করতে উপকারী

author-image
Harmeet
New Update
খুশকি দূর করতে উপকারী

 নিজস্ব সংবাদদাতাঃ কয়েকটি  ঘরোয়া উপায়েই নিষ্কৃতি পেতে পারেন খুশকির সমস্যা থেকে।

লেবুঃ প্রত্যেকেরই রান্নাঘরে সহজেই পাওয়া যাবে লেবু। লেবু চিপে রস বের করে নিন।সেই রস মাথার ত্বকে লাগান। তারপর হালকা গরম জল কিংবা হালকা শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন।

রসুন ও মধুঃ খুশকি রোধ করার শ্যাম্পুতে যে ধরনের উপাদান থাকে, সেই একই উপাদান পাওয়া যায় রসুনেও। কয়েক কোয়া রসুন থেঁতো করে নিন। তারপর তাতে সামান্য মধু মেশান। তারপর মাথার ত্বকে ভাল করে ঘষুন। রসুনের গন্ধ দূর করতে হালকা সাবান দিয়ে চুল ধুয়ে নিন।

পেঁয়াজঃ চুল ভাল রাখতে পেঁয়াজের জুড়ি নেই। পেঁয়াজ ব্যবহার করল, তা মাথার ত্বকে রক্তসঞ্চালনেও সহায়তা করে। একটি মিশ্রণযন্ত্রে খানিকটা পেঁয়াজ বেটে নিন। তারপর বাটা পেঁয়াজটি মাথার ত্বকে মেখে রেখে দিন। বাটা না হলে, পেঁয়াজের টুকরোও মাথায় ঘষে নিতে পারেন। তাতেও একই উপকার পাবেন। তারপর হালকা গরম জলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।






আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=3749

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=3746


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm