বিশ্বকাপ খেলার বিষয়ে অনিশ্চিত ইংল্যান্ড অধিনায়ক

author-image
Harmeet
New Update
বিশ্বকাপ খেলার বিষয়ে অনিশ্চিত ইংল্যান্ড অধিনায়ক

নিজস্ব সংবাদদাতাঃ  ২০১৫ সালে অস্ট্রেলিয়ায়  ভরাডুবির পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়। ইয়ন মর্গ্যানের  নেতৃত্বে চার বছরের ব্যবধানেই ভাগ্য পুরোপুরি বদলে ফেলে। ৫০ ওভারের বিশ্বকাপ খেতাবও জিতে নেয় ইংলিশ দল। তবে সেই বিশ্বকাপ খেতাব ডিফেন্ড করতেই হয়তো দেখা যাবে না ইংলিশ অধিনায়ককে।

৩৫ বছরের ইয়ন মর্গ্যান বর্তমানে ৫০ ওভারের পর আমিরশাহিত ২০ ওভারের বিশ্বখেতাব নিজেদের নামে করার প্রস্ততি করছেন। এই বিশ্বকাপের পরেও আবার দুই বছরে দুটি  বিশ্বকাপ রয়েছে। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় পরের বছর আয়োজিত বিশ্বকাপ খেললেও ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ খেলার বিষয়ে সন্দিহান ইংল্যান্ড অধিনায়ক।

BBC-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাত্‍কারে মর্গ্যান জানান, 'আমি এই সময়ে পরের বছরে আরেকটি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেকে দেখতে পারি। আপাতত এটুকুই আমার প্রত্যাশা। তবে আরও দুটি বিশ্বকাপ খেলার বিষয়ে আমি নিশ্চিত নই। নিঃসন্দেহে ফলাফলের ওপর নির্ভর করেই দল বাছাই করা হয়'