নিজস্ব সংবাদদাতাঃ ২৪ তারিখ টি-২০ বিশ্বকাপের মহারণ। ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ। ক্রিকেট মহলের বিচারে বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ। বিজ্ঞাপন ও টিকিট চাহিদা দেখলে সেটা যে ভুল নয় তার প্রমাণ পাওয়া যায়। প্রাক্তন থেকে বর্তমান সব ক্রিকেটাররা এই ম্যাচ নিয়ে ফোকাস, তারা সর্বদা এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করছেন। সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসারও ভারত-পাক ম্যাচ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন। ক্রিকেট শক্তির বিচারে দুই দলকেই সমান পর্যায়ে দেখছেন মন্টি। তবে ভারত-পাক ম্যাচে এগিয়ে রাখছেন বিরাট কোহলির দলকেই।
আরব দেশে দীর্ঘ সময় ধরে খেলেছেন বাবর আজমের পাকিস্তান। বলা যেতেই পারে এটা হল তাদের কাছে সেকেন্ড হোম। তাই পাক ক্রিকেটাররা আরবের পরিবেশে অন্য সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন মন্টি। তবে পাকিস্তানকে ভালো দল মনে করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের থেকে বিরাটদের এগিয়ে রাখছেন মন্টি পানেসার, তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে চাপে থাকবে বাবর আজমরা। কারণ অতীতের রেকর্ড। ভারত অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। ভারত শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে দিতে পারলেই পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙন ধরবে।’
এই ম্যাচে কে হবেন গেম চেঞ্জার তারও বিশ্লেষণ করলেন মন্টি। তিনি বলেন, ভারতের গেম-চেঞ্জার অশ্বিন। তাঁকে আগে থেকে বোঝা যায়না। আর রবীন্দ্র জাদেজা। ব্যাট এবং বল দুটো দিয়েই তিনি গেম চেঞ্জার। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি একটি চমৎকার টুর্নামেন্ট খেলেছিলেন। তারা দুজনই প্রধান প্লেয়ার হতে চলেছেন, কারণ অশ্বিন পাওয়ারপ্লেতে এবং ডেথ ওভারেও অসাধারণ হতে পারে।জাদেজা ও অশ্বিন ভালো পারফর্ম করলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবেই।