ফের বন্যার ভ্রুকুটি

author-image
Harmeet
New Update
ফের বন্যার ভ্রুকুটি

নিজস্ব সংবাদদাতাঃ  পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের বন্যার ভ্রুকুটি। টানা কয়েক দিনের বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ও ঝুমি নদী। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুর এলাকার ১১টি ওয়ার্ড। পরিস্থিতি বুঝে নামানো হতে পারে নৌকাজানাল স্থানীয় পুরসভা।