আইপিএল এ জুড়তে চলেছে ভারতের আরও ২টি শহরের নাম

author-image
Harmeet
New Update
আইপিএল এ জুড়তে চলেছে ভারতের  আরও  ২টি শহরের নাম

নিজস্ব সংবাদদাতাঃ  আগামী মরসুম থেকে ৮ দলের পরিবর্তে ১০ দলের আইপিএল (IPL 2022) টুর্নামেন্ট আয়োজন করা হবে। নতুন দলের জন্য টেন্ডারও ডাকা হয়ে গিয়েছে। কোন দু'টি দল নতুন করে আইপিএলে সংযুক্ত হবে, তা নির্ধারিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। কোনও সংস্থা দল কিনতে চাইলে তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে, কোনও ব্যক্তিকে দল কিনতে হলে তাঁর অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএল-এর দল কিনতে পারে, তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে। সূত্রের খবর, এবার আইপিএল দলগুলির নামের সাথে জুড়তে চলেছে ভারতের আরও দু'টি শহরের নাম। সেই দু'টি শহর হল-লখনউ ও আমেদাবাদ।

ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ আমেদাবাদ থেকে একটি ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করার কথা বলেছে, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার ফ্যামিলিও বিডিং পেপার সংগ্রহ করেছে। আইপিএলে দু'টি নতুন দলের জন্য বিডিং প্রক্রিয়া ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। দুই সর্বোচ্চ বিডার দু'টি শহরের ফ্র্যাঞ্চাইজির অধিকার পাবে।