অন্য 'একান্নবর্তী'

author-image
Harmeet
New Update
অন্য 'একান্নবর্তী'

নিজস্ব সংবাদদাতাঃ    নতুন  ছবির কাজে হাত দিচ্ছেন মৈনাক ভৌমিক। ঘোষণা করলেন নতুন ছবির নাম, প্রকাশ্যে আনলেন পোস্টারও। করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই কিছুটা পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের ৮ জুলাই থেকে ফ্লোরে নামবে মৈনাকের নতুন ছবির টিম।


মৈনাকের নতুন ছবির নাম, 'একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।




আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=3749

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=3746


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm