নিজস্ব সংবাদদাতাঃ প্রথমবার বিছনায় সেক্স করতে গিয়ে অনেকে ভাবেন স্ত্রীর যোনি দিয়ে রক্ত বেরনো মানেই তিনি সতী। আর যাদের রক্তপাত হয় না তারা বিবাহের আগে সেক্সে অভ্যস্ত ছিলেন। এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেক সময় খেলাধূলা অথবা ভারী কাজের সঙ্গে যুক্ত থাকলে মেয়েদের পর্দা ফেটে যায় যার ফলে সেক্সের সময় রক্তপাত হয় না। তাই এসব তর্কে না গিয়ে প্রথম রাতকে উপভোগ করুন।