সাত সকালে লক্ষ্মী পূজার আনন্দ বাড়ি থেকে বেরিয়ে তিন দিন কেটে গেলেও বাড়ি ফিরল না অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র

author-image
Harmeet
New Update
সাত সকালে লক্ষ্মী পূজার আনন্দ বাড়ি থেকে বেরিয়ে তিন দিন কেটে গেলেও বাড়ি ফিরল না অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র

​ নিউজ ডেস্কঃ পূর্ব মেদিনীপুর: করোনার জন্য স্কুল বন্ধ। কম্পিউটার এবং বাড়ির মধ্যে খেলাধুলা এবং পড়াশোনায় মত্ত থাকতেন স্কুলপড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্তিক চক্রবর্তী।লক্ষ্মীপুজোয় আনন্দে গত ১৯শে অক্টোবর মঙ্গলবার সাতসকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলো পাঁশকুড়া ব্লকের ডালপাড়া অঞ্চলের মোহনপুর গ্রামের ১৪ বছরের প্রান্তিক চক্রবর্তী। নিখোঁজ স্কুল ছাত্রের বাবা অশোক চক্রবর্তী এবং মা শিউলি চক্রবর্তী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দাদু এবং ঠাকুমার কাছেই থাকতেন প্রান্তিক। তিন দিন কেটে গেল এখনো ওই স্কুলছাত্রের খোঁজ মিলেনি। বন্ধুবান্ধব সকলের কাছে খোঁজ নিলেও খোঁজ নিতে পারেনি স্কুল ছাত্র। অবশেষে পাঁশকুড়া থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে নিখোঁজ ছাত্রপ্রান্তিকের দাদু প্রশান্ত চক্রবর্তী। তিন দিন কেটে গেল এখনও খোজ নেই স্কুলছাত্রের। লক্ষ্মী পূজা শেষ হলো অলক্ষ্মীর গ্রাস কাটছে না চক্রবর্তীর পরিবার।