নিজস্ব সংবাদদাতাঃ প্রায় দু’সপ্তাহ পর ফের পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে। শুধু তাই নয়, ছুটি কাটিয়ে নতুন করে কাজে ফিরে গিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসার পাঠানো মার্স রোভার পারসিভের্যান্সও। সম্প্রতি টুইট করে পারসিভের্যান্স নিজেই জানিয়েছে তার কাজে ফেরার কথা। এর সঙ্গেই মঙ্গলগ্রহের সমস্ত বিষয়-সম্পত্তির সং যোগাযোগ করতে পেরেছেন পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা। আসল ব্যাপারটা হল ‘সোলার কনজাংশন’- এর কারণেই মঙ্গল গ্রহে থাকা রোভারের সঙ্গে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল।