নিজস্ব সংবাদদাতাঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে বেনজির সাফল্য। করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একশো কোটির মাইলফলক পেরনোর এই মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গিয়েছে। আর টিকাদানে এই মাইলফলক ছোঁয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
এদিকে, ১০০ কোটি মানুষকে টিকাদান উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হরিয়ানার ঝজ্জরে একটি অনুষ্ঠান উপলক্ষে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রশংসায় ভরিয়ে দেন। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথা। তাঁকে বলতে শোনা যায়, ”এখন আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সমস্ত রোগীই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। এই সেবার মনোভাব থেকেই সরকার ক্যানসারের ৪০০টি ওষুধের দাম কমাতে তৎপর হয়েছে।”