নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৪শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবার সুযোগ পেয়েছিল ভারতীয় দল। ১৮ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে ও গতকাল অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছেন বিরাট-রোহিতরা। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। টানটান উত্তেজনা তৈরি হয়েছে সেই ম্যাচকে ঘিরে। তার আগে অবশ্য রোহিত শর্মারা ব্যস্ত স্কুইড গেমের চ্যালেঞ্জ নিয়ে। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা দক্ষিণ কোরীয় সিরিজ 'স্কুইড গেমস' থেকে এই নয়া ট্রেন্ডের সূত্রপাত। ডালগোনা ক্যান্ডি চ্যালেঞ্জে প্রতিযোগীদের একটি ক্যান্ডিকে ছোট্ট আকৃতিতে খোদাই করতে হয়। এই খোদাইয়ের জন্য যদি ক্যান্ডিটি ভেঙ্গে যায় তাহলে সেই প্রতিযোগী বাতিল হয়ে যাবেন। গত কয়েকদিনে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভীষণ জনপ্রিয় হয়েছে এই চ্যালেঞ্জ। ভারতের শুধু রোহিত নন। কেএল রাহুল, সূর্যকুমার যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ প্রত্যেককেই স্কুইড গেমের চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে।