নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। তবে, বুধবার মস্কোর বৈঠকে যোগ দিতে গিয়ে এই প্রথমবার মুখোমুখি বৈঠক সারলেন ভারত এবং তালিবানের প্রতিনিধি। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ এক টুইটবার্তায় জানান, ভারত মানবিকতার খাতিরে আফগানিস্তানকে সাহায্য পাঠাতে রাজি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য আগেই আফগানিস্তানের সাধারণ মানুষকে খাবার, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের কোনও সংস্থার হাত ধরেই ভারত তাদের সাহায্য পাঠাবে বলে সূত্রের খবর।