নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে কি এ বার ২২ গজে দাপাতে দেখা যাবে? আসলে ম্যান ইউনাউটেডের মালিকগোষ্ঠী গ্লেজার্স পরিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি আগ্রহ দেখিয়েছে। তারা নাকি আইপিএলের দল কিনতে আগ্রহী। ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাবের মার্কিন মালিকরা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের 'ইনভিটেশন টু টেন্ডার' গ্রহণ করেছে। আগামী ২০২২ সাল থেকে আইপিএল ১০ দলের হতে চলেছে। আর এতে নতুন করে আরও দু'টি দল যুক্ত হবে আইপিএলে। সেই দুই দলের মালিকানা খুঁজতেই টেন্ডার আহ্বান করেছে বিসিসিআই। আর বিসিসিআইয়ের সেই টেন্ডারেই সাড়া দিয়েছে গ্লেজার্স পরিবার।