নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জন পর্বে বেশ ভালো ফর্মেই দেখা যাচ্ছে স্কটল্যান্ডকে (Scotland)। এখনও পর্যন্ত প্রথম রাউন্ডের দুটি ম্যাচেই জিতেছে তারা। স্কটদের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপে তাঁদের জার্সি (jersey) নিয়েও রীতিমতো আলোচনা চলছে। কারণ, সেই জার্সি ডিজাইন করেছে স্কটল্যান্ডের ১২ বছরের এক খুদে। রেবেকা ডাউনি নামের স্কুলে পড়া এক খুদের জার্সি পরে বিশ্বমঞ্চে দাপাচ্ছেন কাইল কোয়েটজাররা।