নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচে নমিবিয়াকে ৭ উইকেটে পরাজিত করেছিল শ্রীলঙ্কা। এবার টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নেয় তারা। বুধবার আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যাবধানে পরাস্ত করেন দাসুন শানাকারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার পাথুম নিসঙ্কাও। তিনি ৬১ রান করে আউট হন। এছাড়া ক্যাপ্টেন শানাকা করেন ২১ রান। আয়ারল্যান্ডের হয়ে ২৩ রানে ৪ উইকেট নেন জোস লিটল। ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন মার্ক আডায়ার। ১টি উইকেট পল স্টার্লিংয়ের।
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৮.৩ ওভারে ১০১ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন অ্যান্ডি দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। ক্যাম্ফার করেন ২৪ রান। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।