ভ্যাকসিন ইস্যুতে ফের রাজ্যকে নজিরবিহীন নিশানা দিলীপ ঘোষের

author-image
Harmeet
New Update
ভ্যাকসিন ইস্যুতে ফের রাজ্যকে নজিরবিহীন নিশানা দিলীপ ঘোষের


নিজস্ব সংবাদদাতাঃ
উত্তরাখণ্ড সফর সেরে বাংলা ফিরেছেন বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর বাংলায় পা রেখেই ভ্যাকসিন ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বিজেপি সাংসদ। অক্টোবর মাস শেষ হওয়ার আগেই ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। যদিও রাজ্য সরকার বারবার অভিযোগ করে আসছে যে বাংলা পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না। আর এই নিয়েই মমতার সরকারকে এক হাত নিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এর পরেও রাজ্য সরকার বলে ভ্যাকসিন দেয় না! যুক্তি কখনওই ছিল না। এগুলো হীনমন্যতা, অযোগ্যতা আর কেবল কুৎসার রাজনীতি ছাড়া কিছু নয়। সারা দেশের মানুষ আজ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম। দিল্লিতে আমি নিজে একটা ভ্যাকসিন নিয়েছি। কোথাও কোনও ঝগড়াঝাটি নেই। সাধারণ ভাবে মানুষ আসছেন, নিচ্ছেন। কিন্তু এখানে কোনও সিস্টেম নেই। মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, মারা যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কী আছে!'