হরি ঘোষ, জামুড়িয়া: কড়া পুলিশি পাহারায় মন্দিরে এলেন মা লক্ষ্মী। শতাধিক বছরের প্রাচীন মূল্যবান অষ্টধাতুর মূর্তি দেখার জন্য আজও ভিড় জমান এলাকার মানুষ। শতাধিক বছর ধরে প্রাচীন প্রথা মেনে পূজিত হয়ে আসছেন মা লক্ষী। জামুরিয়া নন্ডী গ্রামের ব্যানার্জি পরিবারের এই পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। শুধুমাত্র লক্ষী পূজোর দিন কড়া পুলিশি পাহারায় ঘন্টাখানেকের জন্য মা লক্ষ্মীর বহুমূল্যবান অষ্টধাতুর মূর্তিটিকে. মন্দিরে নিয়ে আসা হয়। আবার পুনরায় পুলিশি পাহারায় সেই মূর্তিটিকে ব্যানার্জি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। সারাবছর সেই মূর্তি কোথায় রাখা হয় দশকের পর দশক সেই বিষয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছেন ব্যানার্জি পরিবারের সদস্যরা।