ধরা পড়ল ভুয়ো ডাক্তার

author-image
Harmeet
New Update
ধরা পড়ল ভুয়ো ডাক্তার

বাঁকুড়াঃ ভুয়ো আই এ এস,ভুয়ো পুলিশের পর ধরা পড়ল ভুয়ো ডাক্তার। বাঁকুড়া শহরে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে।বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালের একজন চিকিৎসকের নাম এবং মেডিকেল রেজিস্ট্রেশন আইডি ভাঙিয়ে,পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছিল সুদীপ্ত সর্দার নামে অভিযুক্ত ভুয়ো চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, প্রায় তিন বছর ধরে এইরকম কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।এই অভিযুক্ত, দক্ষিণ 24 পরগণার বারুইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে এবং তিনি যে মেডিকেল অফিসারের নাম ভাঙিয়ে চিকিৎসা করে যাচ্ছিলেন ওনারও বাড়ি বারুইপুরেই জানা গিয়েছে। আসল ডাক্তার সুদীপ্ত বাবু তিনি বর্তমানে বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসক। অবশেষে বাঁকুড়া পুলিশ জলপাইগুড়ি পুলিশের সাহায্যে ভুয়ো ডাক্তার সুদীপ্ত সর্দারকে জলপাইগুড়ির রাজাগঞ্জ থেকে গত সোমবারে গ্রেপ্তার করেন।

গত সেপ্টেম্বর মাসে বড়জোড়া সুপারস্পেশালিটি হসপিটাল এর চিকিৎসক ডঃ সুদীপ্ত সর্দারের নামে একটি অভিযোগ আসে এবং তিনি সন্দেহ করেন কেউ তার নাম ভাঙ্গিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে,তারপর তিনি সাথে সাথে তৎপর হয়ে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সুদীপ্ত বাবুর অভিযোগের ভিত্তিতে বড়জোড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং এই ভুয়ো ডাক্তার সুদীপ্ত সর্দারকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করে।তারপর বাঁকুড়া জেলা পুলিশ এই বছর ৩৬ এর ভুয়ো চিকিৎসক সুদীপ্ত সর্দারকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়ায় নিয়ে আসে।আজ তাকে বাঁকুড়া জেলা নগর ও দায়রা আদালতে পেশ করা হয়।