হরি ঘোষ, দুর্গাপুরঃ ডিপিএল কন্ট্রেকটর ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়া ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার গেমনব্রিজ এলাকায় বেশ কয়েকটি ব্যানার লাগানো হয়েছিল। সেই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটকের ছবি ছিল। এরপর বুধবার সকালে সেই সমস্ত ব্যানার ছিঁড়ে রাস্তায় যত্রতত্র পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। খবর দেওয়া হয় স্থানীয় কোকওভেন থানায়। দলের নেতৃত্ব সহ স্থানীয় কর্মী সমর্থকরা গেমনব্রিজ এ বিক্ষোভ দেখায়। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এই ব্যানার কারা ছিঁড়েছে? এই প্রশ্নের ধোঁয়াশা রেখেই উত্তর দেন তৃণমূলের নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব নাকি বিরোধী রাজনৈতিক দলের কাজ সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলতে চায়নি তৃণমূল নেতা কল্লোল ব্যানার্জি। এদিকে পুরো ঘটনাকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বলে দায়ী করেছে বিজেপি জেলা সম্পাদক অভিজিৎ দত্ত।