নিজস্ব সংবাদদাতাঃ দর্শকদের সিনেমা হলমুখী করতে এবারে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট-এর এবারে বড়ো পরিকল্পনা। ৫ই নভেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমার অভিনীত সূর্যবংশী। এটি প্রদর্শিত হতে চলেছে ২৬০০-২৮০০ টা পর্দায়। এবিষয়ে রোশন সিং বলেন,"যদি সূর্যবংশী নয় তো তাহলে কী? এই সিনেমা যদি দর্শক আনতে না পারে তাহলে কোনো সিনেমা আনতে পারবে না। একমাত্র অক্ষয় কুমার-ই হিন্দি সিনেমাকে বাঁচাতে পারে।"