নয়া জমানার নয়া Superman। নিজেদের কমিকসকে আদ্যোপান্ত নতুনভাবে সাজাচ্ছে DC Comics।শুধু সেক্স্যুয়াল ওরিয়েন্টেশন নয়, এবার সুপারম্যানের নীতিতেও বড়সড় পরিবর্তন।‘ট্রুথ, জাস্টিস অ্যান্ড দ্য আমেরিকান ওয়ে’- এর জন্য এতকাল লড়াই করে এসেছে Kal-El।
এবার থেকে সত্য, ন্যায় এবং উন্নত ভবিষ্যতের লক্ষ্যে লড়াই চালাবে সুপারম্যান। DC চিফ ক্রিয়েটিভ অফিসার তথা প্রকাশক জিম লি এই বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর কথায়, ‘স্টোরিলাইনের উন্নতির জন্য সুপারম্যানের মোটো বদলানো জরুরি।