দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ মেখলিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। তিস্তা নদীর জলস্ফীতি কার্যত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচবিহার মেখলিগঞ্জ মহাকুমার বিস্তীর্ণ এলাকার।মেখলিগঞ্জ হলদিবাড়ি সংযোগকারী জয়ী সেতুর সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রচুর পরিমাণে জল। আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে প্রায় তিনটি গ্রাম নিয়ে ২০০০ এর উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলমগ্নতার কারণে। তাই সকালে মেখলিগঞ্জের তিস্তা নদীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।