জলের তলায় একাধিক চাষের জমি, মাথায় হাত কৃষকদের

author-image
Harmeet
New Update
জলের তলায় একাধিক চাষের জমি, মাথায় হাত কৃষকদের


হরি ঘোষ, কাঁকসাঃ
অজয়ের জলে প্রায় ৩০টি গ্রামের জমির ধান, এবং সবজি নষ্ট। সবজি বাজারে অভাব কাঁচামালের। চড়া দামে বিক্রি হচ্ছে সবজি।
মাথায় হাত চাষীদের থেকে ক্রেতাদের।  কাঁকসার মলানদীঘির বিষ্ণুপুর এবং বিদবিহারের শিবপুর, কৃষ্ণপুর, অজয়পল্লী সহ ৩০টি গ্রামের জমির ধান, এবং সবজি নষ্ট হয়ে গিয়েছে অজয়ের জলে বলে অভিযোগ। বিদবিহার ও মলানদীঘি অঞ্চলের চাষীরা দুর্গাপুরের বিভিন্ন বাজারে সবজির জোগান দিত। সেই সব এলাকায় শুধুই পরে আছে জমি নেই কাঁচা সবজি। স্থানীয় সবজি বাজারেও সবজির জোগান দিত চাষীরা। এখন আর যোগান দিতে পাচ্ছে না চাষীরা। লক্ষীপুজোর দিন সকাল থেকে শিবপুরের সবজি বাজারে ভিড় সবজি কিনতে মাথায় হাত চাষীদের। হাজার হাজার বিঘা জমির ধান একদিকে যেমন নষ্ট হয়েছে তেমনি আলু,কচু, পটল, ঝিঙ্গা, উচ্ছে সহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক সংকটের মুখে চাষীরা।