রাহুল পাসওয়ান, সালানপুরঃ কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সিদাবাড়ি গ্রামের শ্যামল সেন নামক এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় পুরো পরিবার।
এই প্রসঙ্গে বাড়ির মালিক শ্যামল সেন বলেন, 'দীর্ঘ ৬০-৭০ বছর পুরোনো এই বাড়ি।বাড়িতে চার জন সদস্য।মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিনের মত কাজে বার হয়ে যাই,সকালে উঠে স্ত্রী চা বানানোর সময় দেখে উপর থেকে ছাদের কিছু কিছু অংশ মাটিতে পড়ছে, সেই ভয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আমরা সবাই।সেইসময় হঠাৎ করে পুরো ছাদটি পড়ে যায়।এই বাড়িতে আমার দাদুর আমলে তৈরি খুব পুরোনো হয়ে গেছে আর আমার বর্তমানে স্বার্থ নেই নতুন করে বাড়ি বানানোর।'
তিনি আরও বলেন, 'আমার ছোট একটা অনুরোধ সরকারের কাছে এই সময় আমাদের একটা মাথার ছাদের ব্যবস্থা করে দেওয়া দিলে ভালো হয়।'
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3749 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3746
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm