দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ তিস্তার জলস্ফীতি কার্যত চিন্তার কারণ বাড়িয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ মহাকুমার বিস্তীর্ণ এলাকার মানুষের। মেখলিগঞ্জ হলদিবাড়ি সংযোগকারী জয়ী সেতুর সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে জল। আশেপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে প্রায় তিনটি গ্রাম মিলিয়ে ২০০০ এর উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলস্ফীতি এভাবেই বাড়তে থাকলে চিন্তার কারণ আরো বাড়বে। একই সঙ্গে লাগাতার বৃষ্টি উত্তরের নদী গুলিকে ভরাট করে তুলেছে। জল বেড়েছে তিস্তা, মানশাহী, তোরসা, ধরলা, কালজানি এবং রায়ডাক নদীর। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন বলে জানিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান।