নিজস্ব সংবাদদাতাঃ এখন থেকেই হাল্কা হাল্কা শীত পড়ে গিয়েছে। আর শীত পড়ে যাওয়া মানেই নানান সব্জির বাহারে বাজার ফুলেফেঁপে উঠবে। তবে খাওয়াদাওয়া বাড়লে শীতকালে জল পানের পরিমাণ কমে যায়। যার ফলে দেখা দিতে পারে অনেক রোগ। কিডনি থেকে শুরু করে পেশীর টান পড়া সব রোগের শিকার হতে পারেন।