নিজস্ব সংবাদদাতাঃ বরাবরের মতো এবারেও ভারতীয় দলের ফুটবল কোচ ইগোর স্টিম্যাক-কে আশাবাদী রূপে পাওয়া গেল। তিনি ভারতীয় ফুটবল টিমকে পুনর্জীবিত করার বার্তা দিলেন। তিনি বলেন," এটা মাঝের কোনো ডিফেন্স শুধু নয়। এটা একটা বড় অসুবিধা আমাদের কাছে। আমরা শেষ ৮-৯ মাসে টিকতে পারিনি। সেটা করোনার কারণেও হতে পারে। আমরা এমন এক সময়ে মাঠে নেমেছি যেটা খেলোয়াড়দের কাছে এক অফ সিজন।" তবে তিনি অতিমারি বাদে ভারতীয় ফুটবল দলকে নিয়ে বেশ আশাবাদী।