নিজস্ব সংবাদদাতাঃ মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি। সকাল থেকে মেঘলা আকাশ। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকেই। যদিও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে কাল পর্যন্ত।