হিন্দি জাতীয় ভাষা, তামিল কাস্টমারকে বলল জোম্যাটো

author-image
Harmeet
New Update
হিন্দি জাতীয় ভাষা, তামিল কাস্টমারকে বলল জোম্যাটো

নিজস্ব সংবাদদাতাঃ তামিল কাস্টমারের সঙ্গে জোম্যাটো এজেন্টের কথোপকথন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। তামিল  কাস্টমারের অভিযোগ, টাকা ফেরতের জন্য জোম্যাটোর সঙ্গে কথা বলার সময় তাঁকে এজেন্ট হিন্দি ভাষায় কথা বলতে বলেন।' তিনি আরও বলেন, 'ওই এজেন্ট আমাকে বলে হিন্দি ভারতের জাতীয় ভাষা সবার হিন্দি জানা উচিত।' এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বরখাস্ত করা হয় ওই এজেন্টকে।