বৃষ্টির ধ্বংসলীলা উত্তরাখন্ডে, বাড়ছে মৃত্যু সংখ্যা

author-image
Harmeet
New Update
বৃষ্টির ধ্বংসলীলা উত্তরাখন্ডে, বাড়ছে মৃত্যু সংখ্যা

​নিজস্ব সংবাদদাতাঃ একটানা বৃষ্টিতে ধ্বংসলীলা জারি দেবভূমিতে (Uttarakhand)। দুদিনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২-এ। মঙ্গলবারই প্রশাসনের তরফে জানানো হয়, মেঘ ভাঙা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ভূমিধস (Landslide) শুরু হয়েছে। প্রবল জলের স্রোতেও বাড়ি সহ ভেসে গিয়েছেন বহু মানুষ। শেষ খবর অনুযায়ী, এখনও অবধি মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, যে ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে মঙ্গলবার অবধি, তার মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে নৈনিতালে (Nainital)। এছাড়াও আলমোড়া ও চাম্পায়তে ৬ জন করে এবং পিথোরাগড় ও উধম সিং নগর জেলায় একজন করে মৃত্যুর খবর মিলেছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের রাজ্য সরকারের তরফে পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। যাঁরা বাড়ি-ঘর হারিয়েছেন তাঁদের ১ লাখ ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি, বিপর্যয়ে যাঁরা গবাদি পশু হারিয়েছেন, তাঁদেরও সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।