নিম্নচাপের জের, ধ্বসে বিপর্যস্ত কালিম্পং

author-image
Harmeet
New Update
নিম্নচাপের জের, ধ্বসে বিপর্যস্ত কালিম্পং

​নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতরের তরফে প্রবল বৃষ্টির সতর্কতা আগেই জারি করা হয়েছিল। আর উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টি মানেই নামে ধস। এবারও সেই বিপদ এড়ানো গেল না। কালিম্পং পুরসভার একাধিক ওয়ার্ডে ধস নেমে বিপর্যস্ত হল ঘরবাড়ি, ভেঙে পড়ল গার্ডওয়াল। এ ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক মানুষ। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাস্তায় গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। কালিম্পং পুরসভা এলাকায় ৪, ১৫, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। ব্লক, পুরসভা ও জেলাস্তরের বিপর্যয় মোকাবিলা টিম কাজ করছে ওইসব এলাকায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০৮ জন। ভেঙে পড়েছে ৬টি বাড়ি। এ ছাড়া প্রবল বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আলগারা ও লাভার মধ্যবর্তী অংশে গাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।