লক্ষ্মীপুজোর দিনই ভারতে প্রায় ১ মাসে সবথেকে দামী হল সোনা, কলকাতায় দর কত থাকবে?

author-image
Harmeet
New Update
লক্ষ্মীপুজোর দিনই ভারতে প্রায় ১ মাসে সবথেকে দামী হল সোনা, কলকাতায় দর কত থাকবে?

নিজস্ব সংবাদদাতাঃ  লক্ষ্মীপুজোর প্রথমদিনে কলকাতার বাজারে বাড়ল সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। তবে কমেছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম কমেছে ২০০ টাকা।

বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক (লক্ষ্মীপুজোর কারণে বুধবার কলকাতার বাজার বন্ধ থাকবে) –

২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪৮,৩০০ টাকা।

২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৮৫০ টাকা।

২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪৬,৫৫০ টাকা।

রুপোর বাঁট (প্রতি কেজি) – ৬৪,৩০০ টাকা।

খুচরো রুপো (প্রতি কেজি) – ৬৪,৪০০ টাকা।