নিজস্ব সংবাদদাতাঃ আপনি যদি পশু প্রেমিক হন এবং কোনও প্রাণীকে কষ্ট পেতে দেখেন, তাহলে 'পাওস ইন হোপ'-এর সাথে যোগাযোগ করুন। একমাত্র সংগঠন যারা কুকুরের জন্য কিছু আশা দেয়। এই সংস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাশ্বতী মুখার্জি। তিনি একজন আবেগপ্রবণ পশু প্রেমিক। এই বিষয়ে এএনএম নিউজের সাথে একচেটিয়া আড্ডায় শাশ্বতী মুখার্জি তাঁর হৃদয় খুলে কথা বলেন। আপনিও কোনও পশুর সাহায্য করতে চাইলে Pawsinhope2020@yahoo.com- এ যোগাযোগ করতে পারেন।