বৃষ্টির জের, সময়ে লক্ষ্মী প্রতিমা সরবরাহ নিয়ে চিন্তায় শিল্পীরা

author-image
Harmeet
New Update
বৃষ্টির জের, সময়ে লক্ষ্মী প্রতিমা সরবরাহ নিয়ে চিন্তায় শিল্পীরা



দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ রাত পোহালেই লক্ষ্মী পূজো। প্রাকৃতিক দুর্যোগের মাঝে শেষ তুলির টানে প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা কৈলাশে পাড়ি দিতে না দিতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ায় চিন্তায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। সঠিক সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারবেন কি না তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টিতে ব্যাহত হয়েছে কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার প্রতিমা শিল্পীরা করোনার কারনে গত বছর তেমন লক্ষ্মী প্রতিমা তৈরির বরাদ পাননি। এবছর ২০ থেকে ২৫ টা প্রতিমা বানানোর বরাদ পেয়েছেন শিল্পীরা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে জেরবার জনজীবন। এতেই চিন্তায় রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের। প্রতিমাকে ত্রিপল দিয়ে ঢেকে কোনওরকমে কাজ চলছে। এদিকে বুধবারের মধ্যে প্রতিমা মন্ডপে পৌঁছাতে হবে। কিন্তু বৃষ্টির কারনে প্রতিমার ভেজা মাটি শুকোতেও অনেক সময় লেগে যাচ্ছে। অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক প্রতিমার কাজ এখনও অর্ধেক হয়ে পড়ে আছে। আবার মাটি না শুকোলে রঙের প্রলেপ দেওয়া যাবে না। এখন প্রতিমা শুকাতে একমাত্র ভরসা বলতে ল্যাম্প। কিন্তু গ্যাসের যা দাম বেড়েছে তার জোগান দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা।