সুমিত ঘোষ,মালদাঃ দেবী লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে পকেটে টান মধ্যবিত্ত বাঙালির। পুজোর সামগ্রীর দাম আকাশছোঁয়া, বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। তবে দাম আকাশছোঁয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই ইংরেজবাজার শহরের অফিস মোড় বাজারে ভিড় জমতে দেখা গিয়েছে। সকাল থেকেই ইংরেজবাজার শহরের রথবাড়ি পোস্ট অফিস মোড় চত্বরে পুজোর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। পাশাপাশি ফল থেকে শুরু করে ধানের শীষ পদ্ম ফুল বিক্রি হচ্ছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ছোট প্রতিমা 150 টাকা থেকে শুরু করে 400 টাকার কাছাকাছি দাম। পদ্ম ফুল 5 টাকা 10 টাকা, আপেল 120টাকা কেজি, পেয়ারা 80 টাকা কেজি, নারকেল 50 টাকা পিস, কমলালেবু 100 টাকা কিলো, নাশপাতি 120 টাকা কিলো, বেদানা 140 টাকা কিলো। পূজা উদ্যোক্তারা বলছেন গত বছরের তুলনায় এবারের পুজোর সামগ্রীর দাম, ফলের দাম একটু বেশি। তবে মায়ের পুজোতে কোনও খামতি যাতে না হয় তাই বেশি দাম হলেও কিনতে হচ্ছে।