এবার ধসের জেরে বন্ধ হয়ে গেল সান্দাকফু ট্রেক রুট

author-image
Harmeet
New Update
এবার ধসের জেরে বন্ধ হয়ে গেল সান্দাকফু ট্রেক রুট

নিজস্ব সংবাদদাতাঃ বিপুল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। এদিকে দুর্গাপুজোর সময়ে সান্দাকুফু ঘুরতে যাওয়া পর্যটকরা বিপাকে পড়েছেন। মঙ্গলবারই সন্দাকফু ট্রেকিংয়ের পথে রিম্বিকের কাছে একটি বড় ধস নেমেছে। ফলে সমস্যায় পড়েছেন সন্দাকফু-অভিযাত্রীরা।