নিজস্ব সংবাদদাতাঃ গতকাল একটি সূত্রে খবর পেয়ে ডানকুনি টোল প্লাজার কাছে দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতাগামী একটি বাসকে (ধানবাদ থেকে) আটক করে বঙ্গ এসটিএফ। ওই বাস থেকে উদ্ধার হয় ৪০ পিস আধা-সমাপ্ত ইম্প্রোভাইজড পিস্তল। ঘটনা ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যার মধ্যে ১ জন মহিলাও আছেন।