নিজস্ব সংবাদদাতাঃ সাদা কালো এই দুই রঙেতেই হয় ফুটবলের রঙ। কিন্তু এই ফুটবলেতেও সাদার প্রাধান্য বেশী দেখা গেল। বর্ণবিদ্বেষ মাথা চাড়া দিয়ে উঠলো যখন ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় সাকা, জাডন স্যাঞ্চো, পেনাল্টি পেল। সামাজিক মাধ্যমে কুৎসিত ভাবে নিগৃহীত হতে হল এই খেলোয়াড়দের।