বাবুলের টুইট নিয়ে জোর জল্পনা

author-image
Harmeet
New Update
বাবুলের টুইট নিয়ে জোর জল্পনা

নিজস্ব সংবাদদাতাঃ অগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বাবুলকে। তার মাস খানেকের মধ্যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একাধিক বার আবেদন জানান তিনি। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি। যা নিয়ে নানা জল্পনাও ছড়ায়। অবশেষে সোমবার সকালে বাবুল নিজেই টুইট করে জানান, আগামিকাল, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন। তাঁর কাছেই তিনি আনুষ্ঠানিক ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। আগামিকাল বেলা এগারোটায় স্পিকারের বাড়িতে গিয়ে দেখা করবেন বাবুল।