নিজস্ব সংবাদদাতাঃ টানা কয়েকমাস ধরে পর পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে খেতের ফসল খেতেই পচে যাচ্ছে। মাথায় হাত কৃষকদের। দুর্মূল্য শস্য-সবজি। সর্বনাশা বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। কপালে হাত বাংলার কৃষকদের। গলায় হতাশার সুর। পাকা ধানে মই দিয়েছে খোদ প্রকৃতি। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু তার আগে কৃষকদের গলায় শুধুই হাহাকার। ধানের গোলা শূন্য, বৃষ্টির জলে ডুবে ধানের জমি। বন্যার কারণে অনেক জায়গায় আমন-আউশের চাষই করা যায়নি। নতুন করে ধানের ফলন না হওয়ায় আগামিদিনে কমবে চালের জোগান। এদিকে হু হু বাড়বে চালের দাম।