নিজস্ব সংবাদদাতাঃ রাহুলের জায়গায় এনসিএ-র কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। কিন্তু তিনি বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কেন লক্ষ্মণ এমন সিদ্ধান্ত নিলেন? যুক্তি একটাই, স্বার্থের সংঘাতে না পড়তে হয়। হায়দরাবাদের মেন্টর ভিভিএস। পাশাপাশি বাংলা টিমের ব্য়াটিং কনসালট্যান্টও। এনসিএ-র চিফ কোচের দায়িত্ব নিলে দুটো পদই ছাড়তে হবে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে। যা তিনি চান না। সেই কারণেই হায়দরবাদ ও বাংলার দায়িত্বেই থেকে যেতে চাইছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন লক্ষ্মণ।