নিজস্ব সংবাদদাতাঃ দেশে উৎসবের মরশুম চলছে, তাই অক্টোবরে সব ক্ষেত্রেই ছুটির সংখ্যা বেশি। ব্যাঙ্কে এই মাসে মোট ছুটির সংখ্যা ২১। তবে চলতি সপ্তাহে পরপর ছুটি রয়েছে, তাই আগামি কয়েক দিনের মধ্যে যদি কেউ ব্যাঙ্কে যেতে চান, তাহলে ছুটির দিনগুলো জেনে রাখা জরুরি। এই মাসে পরপর দুর্গা পূজা, নবরাত্রি, দশেরার মতো উৎসব ছিল। এখনও বাকি আছে উৎসব। আজ ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রয়েছে ব্যাঙ্কে।
১৯ অক্টোবর: ইদ-এ-মিলাদ বা মিলাদ-এ-শরিফের ছুটি মঙ্গলবার।এদিন আমেদাবাদ, বেলাপুর, ভোপাল, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকীর জন্মদিন, লক্ষ্মীপূজা উপলক্ষে থাকবে ছুটি।
২২ অক্টোবর: ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ছুটি থাকবে। শ্রীনগরের জন্য এই ছুটি প্রযোজ্য
২৩ অক্টোবর: চতুর্থ শনিবার
২৫ অক্টোবর: রবিবার